হিলি স্থলবন্দর দিয়ে দুদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

দিনাজপুরের হিলি স্থলবন্দর। ছবি: ফাইল ছবি
দিনাজপুরের হিলি স্থলবন্দর। ছবি: ফাইল ছবি

পবিত্র শবে বরাত ও ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে আজ সোমবার ও কাল মঙ্গলবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি কার্যক্রম বন্ধ। তবে এ দুই দিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম চলবে।

হিলি স্থলবন্দর আমদানি–রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে আজ সরকারি ছুটি। এ কারণে আজ সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া কাল ভারতের লোকসভা নির্বাচনের ভোট নেওয়া হবে। এ কারণে দেশটিতে সাধারণ ছুটি থাকবে। তাই দুই দেশের মধ্যে আমদানি–রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বুধবার কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।

হিলি ইমিগ্রেশন ওসি ফিরোজ কবির জানান, পবিত্র শবে বরাত ও ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে দুদিন বন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।