আজ মৌসুমের প্রথম চায়ের নিলাম

আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চায়ের নতুন নিলাম মৌসুম। নগরের আগ্রাবাদে প্রগ্রেসিভ টাওয়ারে এ নিলাম অনুষ্ঠিত হবে। গতবারের মতো এবারও চট্টগ্রাম ও শ্রীমঙ্গল দুটি স্থানে যৌথভাবে চায়ের সাপ্তাহিক নিলাম অনুষ্ঠিত হবে।

৩ এপ্রিল অনুষ্ঠিত সভায় সপ্তাহের প্রতি মঙ্গলবার চট্টগ্রামে ও সোমবার শ্রীমঙ্গলে নিলাম আয়োজনের সময়সূচি ঘোষণা করা হয়। মৌসুমের ৪৫টি সাপ্তাহিক নিলামের মধ্যে প্রতি মাসেই একটি করে শ্রীমঙ্গলে মোট ১১টি নিলাম অনুষ্ঠিত হবে। বাকি ৩৪টি নিলাম প্রতি মঙ্গলবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

চা বোর্ড সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমল থেকে চট্টগ্রামে প্রতিবছরের এপ্রিল থেকে মার্চ পর্যন্ত চায়ের আত্মর্জাতিক নিলাম অনুষ্ঠিত হয়। তবে দেশের সিংহভাগ চা–বাগানই মৌলভীবাজার জেলায় হওয়ায় শ্রীমঙ্গলে চা নিলামকেন্দ্র সরিয়ে নিতে বাগান মালিকদের দাবি ছিল। গত বছর থেকে শ্রীমঙ্গলে চায়ের নিলাম কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই নিলাম অনুষ্ঠিত হয়।