পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তমচর্চা পুরস্কার পেল জেরিন প্ল্যান্টেশন

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির কাছ থেকে জেরিন প্ল্যান্টেশন পুরস্কার নেন ইস্পাহানির প্রধান পরিচালন কর্মকর্তা গোলাম মোস্তফা।
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির কাছ থেকে জেরিন প্ল্যান্টেশন পুরস্কার নেন ইস্পাহানির প্রধান পরিচালন কর্মকর্তা গোলাম মোস্তফা।

পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবসে উৎপাদন ক্ষেত্রে স্বাস্থ্যসেবা ও নিরাপত্তায় উত্তমচর্চার স্বীকৃতিস্বরূপ সরকারের পক্ষ থেকে পুরস্কার পেল জেরিন প্ল্যান্টেশন। আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে জেরিন প্ল্যান্টেশন পুরস্কার নেন ইস্পাহানির প্রধান পরিচালন কর্মকর্তা গোলাম মোস্তফা, জিএমটিই।

পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে যাচাইকৃত মাপকাঠির মাধ্যমে শিল্প খাতের প্রতিষ্ঠানগুলোকে এই পুরস্কার দেওয়া হয়। পোশাকশিল্পের মধ্যে বিজিএমইএর ৭ সদস্য, বিকেএমইএর ৫ সদস্য, ওষুধ শিল্পের ৩ প্রতিষ্ঠান, চামড়া শিল্পের ৩ প্রতিষ্ঠান, চা শিল্পের ৩ প্রতিষ্ঠান এবং পাটশিল্পের ৩ প্রতিষ্ঠান এবারের শুদ্ধাচার চর্চার পুরস্কার অর্জন করে।

ইস্পাহানির জেরিন টি গার্ডেন থেকে বাংলাদেশি চা উৎপাদন হয়। এ ছাড়া ইস্পাহানি জেরিন প্রিমিয়াম টি ব্র্যান্ড নামেও চা বাজারজাত করছে।