সূচকের উত্থানে লেনদেন পুঁজিবাজারে

সূচকের উত্থানে লেনদেন হচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শুরু থেকেই সূচক বাড়তে দেখা যায়। দুপুর ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ৫০ পয়েন্ট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৫১ পয়েন্ট।

চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে ডিএসইতে সূচক কমে ৯১ পয়েন্ট। দুই দিন পর গত মঙ্গলবার লেনদেন শেষে সূচক বাড়ে ২৭ পয়েন্ট। আজকেও সেই প্রবণতায় ঊর্ধ্বমুখী আছে সূচক।

আজ দুপুর ১২টা নাগাদ ডিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগের দর বেড়েছে। ২৫২টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫১টির, অপরিবর্তিত আছে ২৭টির দর। এ সময় পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ১৯৪ কোটি ১৫ লাখ টাকা।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফরচুন সুজ, মুন্নু সিরামিকস, অ্যাকটিভ ফাইনস, গ্রামীণফোন, বিডিকম, ন্যাশনাল পলিমার, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ও লিগ্যাসি ফুটওয়্যার।

সিএসইতেও দুপুর ১২টা নাগাদ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগের দর বেড়েছে। ১১৯টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭টির, অপরিবর্তিত ৬টির দর।