ব্যাংক খাত কোথায় এটাই বড় উদাহরণ

খোন্দকার ইব্রাহিম খালেদ
খোন্দকার ইব্রাহিম খালেদ

বাংলাদেশের ব্যাংক খাত যে কোথায় চলে গেছে, এটা তার বড় উদাহরণ। ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা কীভাবে পারলেন গ্রাহকের টাকা নিজের পকেটে নিতে। তিনি তো গ্রাহকের টাকার সবচেয়ে বড় নিরাপত্তাদাতা হওয়ার কথা। বড় ব্যবসায়ীরা যেভাবে ব্যাংক থেকে টাকা বের করছেন, তাতে এমন এমডিদের সহায়তা ছাড়া তো সম্ভব নয়। তাঁরা শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছেন, বছরের পর বছর ফেরত দিচ্ছেন না। আর এমন অসৎ ব্যাংকারদের হাতে কিছু টাকা তুলে দিয়ে সন্তুষ্ট রাখছেন। এ ঘটনা ধরা পড়ার পর আর অপেক্ষা করার সময় নেই।

চূড়ান্ত অনুসন্ধানে তিনি দোষী প্রমাণিত হলে শুধু অপসারণ করলেই শাস্তি দেওয়া হবে না। অপসারণ মানে তো তাঁকে ছেড়ে দেওয়া। সুতরাং দোষ ধরা পড়লে ফৌজদারি মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে প্রচার করতে হবে। দেশে তো ভালো ব্যাংকারও রয়েছেন।

অর্থমন্ত্রী কয়েক দিন আগে যেভাবে ব্যাংকারদের শপথ পড়ালেন, তাতে কিছু হবে না। এভাবে শুধু সময়ক্ষেপণ হবে। বাংলাদেশের ব্যাংক খাত রক্ষায় কেন্দ্রীয় ব্যাংককে ক্ষমতা প্রয়োগ করতে দিতে হবে। এতে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা যাবে না। তাহলেই ফিরে আসবে ব্যাংক খাতের সুশাসন।

সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক

 আরও পড়ুন...