ঈদে সৈয়দপুর-ঢাকা রুটে ইউএস-বাংলার অতিরিক্ত ফ্লাইট

ইউএস-বাংলা
ইউএস-বাংলা

ঈদে আকাশপথে ঘরমুখী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করতে সৈয়দপুর-ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত ওই রুটে প্রতিদিন ৩টি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান সংস্থাটি।

ইউএস-বাংলার জনসংযোগ সূত্র জানায়, ঈদে যাত্রীদের চাপ বেড়ে যায়। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী হন মানুষ। নাড়ির টানে বাড়ি যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়। বিষয়টি মাথায় রেখে সৈয়দপুর-ঢাকা আকাশপথে নিয়মিত দুটি ফ্লাইটের পাশাপাশি আরও তিনটি ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, সিলেট, রাজশাহী ও বরিশাল রুটে ওই সংস্থার ফ্লাইট বাড়বে বলে সূত্র জানায়।


ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশন) মো. কামরুল ইসলাম জানান, ‘যাত্রীদের চাহিদার বিষয়টি আমাদের মাথায় রয়েছে। যাত্রীরা ইউএস-বাংলায় ভ্রমণে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে ঈদে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক শাহীন আহম্মেদ জানান, শুধু ইউএস-বাংলা নয়, অন্যান্য বিমান সংস্থাও ঈদে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে।