জিডিপির ৩০% আসে ঢাকা ও চট্টগ্রাম থেকে: বিডা চেয়ারম্যান

দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩০ শতাংশের বেশি আসে ঢাকা ও চট্টগ্রাম থেকে। বাকি অংশ আসে দেশের বাকি এলাকা থেকে। এ তথ্য জানিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম বলেন, এটা বড় ধরনের বৈষম্য। অর্থনৈতিক কর্মকাণ্ড অন্যান্য এলাকায় ছড়িয়ে দিতে হবে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত সংস্থা বিল্ড ও বিডা আয়োজিত কর অবকাশ সুবিধা নিয়ে এক আলোচনা সভায় কাজী আমিনুল ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশে বিনিয়োগ ও শিল্পায়নে কর অবকাশ সুবিধার ভূমিকা নিয়ে আলোচনা হয়। শিল্পঘন এলাকার বাইরে শিল্পায়নে কর অবকাশ সুবিধা কী ভূমিকা রাখছে, তাও উঠে আসে আলোচনায়।
বিডা চেয়ারম্যান বলেন, ‘আমরা একটা সমতাভিত্তিক সমাজ চাই। এ জন্য সবাইকে নিয়ে এগোতে হবে। প্রতি বছর ২৩ লাখ নতুন মুখ কর্মবাজারে প্রবেশ করছে, বিনিয়োগের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’ তিনি আরও বলেন, কর ব্যবস্থা এমন হওয়া উচিত, যাতে দেশের সব জায়গায় উৎপাদন খরচ সমান হয়। অবশ্য বাস্তবে পুরোপুরি সেটা সম্ভব নয়। কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে।

কাজী আমিনুল ইসলাম বলেন, নীতি সহায়তার ফলে আজকে পোশাক খাত গড়ে উঠেছে। কিন্তু নীতিগত ব্যর্থতার কারণেই পোশাক খাতের মতো আর কোনো খাত এত এগোতে পারেনি।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আবুল কাসেম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে এক গবেষণা পত্র তুলে ধরেন বিল্ডের প্রধান নির্বাহী ফেরদৌস আরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (করনীতি) কানন কুমার রায়, এফবিসিসিআইয়ের কর বিষয়ক স্থায়ী কমিটির কনভেনর মোহাম্মদ হুমায়ুন কবির, এনবিআরের সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম, ডিসিসিআইয়ের সাবেক সহসভাপতি হুমায়ুন রশিদ।