সেবার মানে প্রথম বার ফেলের পর এবার পাস গ্রামীণফোন

সেবার মান নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। গত ২৭ থেকে ২৯ মার্চ ঢাকার মতিঝিল, কমলাপুর, খিলগাঁও, আদাবর, মোহাম্মদপুর ও উত্তরায় এ পরীক্ষা চালায় বিটিআরসি। ফলাফলে বিটিআরসি বলেছে, উল্লিখিত দিনগুলোয় সব ক্ষেত্রে গ্রামীণফোনের সেবার মান গ্রহণযোগ্য মাত্রায় ছিল।

এ বিষয়টি জানিয়ে গতকাল সোমবার গ্রামীণফোনকে চিঠি দিয়েছে বিটিআরসি। এর আগে বিটিআরসি গত ৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় এক জরিপ চালিয়েছিল। ওই জরিপে কলড্রপ, কল সংযোগের সময় ও চতুর্থ প্রজন্ম বা ফোরজি ইন্টারনেট সেবার গতির দিক দিয়ে মান অনুযায়ী ছিল না গ্রামীণফোনের সেবা।

নতুন পরীক্ষায় গ্রামীণফোনের কল সংযোগের গড় সময় পাওয়া গেছে ৫ দশমিক ২২ সেকেন্ড। এ ক্ষেত্রে নির্ধারিত মান সর্বোচ্চ ৭ সেকেন্ড। আগের পরীক্ষায় গ্রামীণফোনে কল সংযোগের গড় সময় পাওয়া গিয়েছিল ১০ সেকেন্ডের বেশি। এবারের পরীক্ষায় কল ড্রপের হার পাওয়া গেছে শূন্য দশমিক ৪৫ শতাংশ। এ ক্ষেত্রে নির্ধারিত মান সর্বোচ্চ ২ শতাংশ। আগের পরীক্ষায় গ্রামীণফোনের কল ড্রপের হার ৩ দশমিক ৩৮ শতাংশ পাওয়া গিয়েছিল।

নতুন পরীক্ষায় গ্রামীণফোনের ফোরজির ডাউনলোড গতি পাওয়া গেছে ১০ এমবিপিএসের বেশি। এ ক্ষেত্রে নির্ধারিত মান সর্বনিম্ন ৭ এমবিপিএস। আগেরবার গতি পাওয়া গিয়েছিল ৫ দশমিক ৫৮ এমবিপিএস।