পুঁজিবাজারে উত্থানের ধারা অব্যাহত

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৫ পয়েন্ট। গতকাল রোববার এ সূচক বাড়ে ১১৮ পয়েন্ট।

সাপ্তাহিক ছুটি ও পবিত্র ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে নয় দিন বন্ধ থাকার পর গতকাল কার্যক্রম শুরু হয় পুঁজিবাজারে। গতকাল লেনদেন শেষে সূচক বাড়ে ২৫ পয়েন্ট। সেই ধারা অব্যাহত আছে আজও। গতকালের তুলনায় আজ লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ মোট লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৮৯ লাখ টাকা। গত কার্যদিবস লেনদেন হয় ৩০৪ কোটি ৬৬ লাখ টাকার।

আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০টির। কমেছে ১০২টির। অপরিবর্তিত আছে ৩৯টির।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, খুলনা পাওয়া কোম্পানি লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, বিএটিবিসি, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিবিএস কেবলস, জেএমআই সিরিঞ্জেস, ফরচুন ও আমান ফিড।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সাফকো স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিডি ল্যাম্পস, গ্লোবাল ইনস্যুরেন্স, খুলনা পাওয়া কোম্পানি লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল, লিন্ডে বিডি, প্রাইম টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জেস ও আলহাজ টেক্সটাইল।

ডিএসইতে দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফার্স্ট ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল, ইস্টার্ন কেবলস, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড লিমিটেড, প্রাইম লাইফ ইনস্যুরেন্স, জিল বাংলা, রূপালী লাইফ ইনস্যুরেন্স ও সোনারগাঁও।

অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৬৭টির ও অপরিবর্তিত আছে ২৫টির।