সূচকের উত্থান অব্যাহত পুঁজিবাজারে

সূচকের উত্থান অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজারে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৪ পয়েন্ট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৫ পয়েন্ট। গতকাল সোমবার এ সূচক বাড়ে ১৫৯ পয়েন্ট।

গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ২৮ পয়েন্ট। উত্থানের সেই ধারা অব্যাহত আছে আজও। গতকালের তুলনায় আজ লেনদেনের পরিমাণও বেড়েছে। আজ মোট লেনদেন হয়েছে ৫৭৮ কোটি ৬৮ লাখ টাকা। গত কার্যদিবস লেনদেন হয় ৪৮৪ কোটি ৮৯ লাখ টাকার ।

আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৪টির। কমেছে ৭৫টির। অপরিবর্তিত আছে ৫৩টির।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জেএমআই সিরিঞ্জেস, বিবিএস ক্যাবলস, স্কয়ার ফার্মা, খুলনা পাওয়া কোম্পানি লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, নিউ লাইন ক্লোদিং লিমিটেড ও ডরিন পাওয়ার।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো কাশেম ইন্ডাস্ট্রিজ, গ্লোবাল ইনস্যুরেন্স, সোনালি আঁশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, নিউ লাইন ক্লোদিং লিমিটেড, জেমিনি সি ফুড, জেএমআই সিরিঞ্জেস, এরামিট লিমিটেড, জাহিন স্পিনিং ও সিটি জেনারেল ইনস্যুরেন্স।

ডিএসইতে দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ভ্যানগার্ড এএমএল মিউচুয়াল ফান্ড, ইমাম বাটন, হাওয়া ওয়েল টেক্সটাইল, ডাকা ডায়িং, মাইডাস ফাইন্যান্স, প্রগতি লাইফ ইনস্যুরেন্স, অল টেক্সটাইল, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, দেশবন্ধু পলিমার ও মেঘনা লাইফ ইনস্যুরেন্স।

অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ৫৭টির ও অপরিবর্তিত আছে ৩৬টির।