সবচেয়ে বেশি বরাদ্দ পরিবহন-যোগাযোগ খাতে

জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঢাকা, ১৩ জুন। ছবি: পিআইডি
জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঢাকা, ১৩ জুন। ছবি: পিআইডি

৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা ব্যয় ধরে ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট পেশ করা হয়।

এবারের বাজেটে উন্নয়ন বাজেটের আকার ধরা হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা। এডিপি বহির্ভূত বিশেষ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৩১৫ কোটি টাকা ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি ও স্থানান্তরে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১৮৪ কোটি টাকা।

উন্নয়ন বাজেটে সবচেয়ে বরাদ্দ ধরা হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে, ২৬ দশমিক ১ শতাংশ। এর পরেই রয়েছে শিক্ষা ও প্রযুক্তি। এ খাতে বরাদ্দ ধরা হয়েছে ১৮ দশমিক ১ শতাংশ। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

এ ছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ২ শতাংশ, জনপ্রশাসন খাতে ৬ দশমিক ১ শতাংশ, স্বাস্থ্যে ৫ দশমিক ৮ শতাংশ, কৃষিতে ৫ দশমিক ৪ শতাংশ, সামাজিক নিরাপত্তা ও কল্যাণে ২ দশমিক ৭ শতাংশ ও অন্যান্য খাতে ৭ দশমিক ২ শতাংশ বরাদ্দ রাকা হয়েছে।