সব রপ্তানি খাত পাবে সমান সুযোগ: সালমান এফ রহমান

সালমান এফ রহমান। ফাইল ছবি
সালমান এফ রহমান। ফাইল ছবি

পোশাকের মতো সব রপ্তানি খাত সমান সুযোগ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, ‘অতীতে আমরা সেই সুযোগ দিতাম না। এবার সে সুবিধা পাবে। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

আজ মঙ্গলবার সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান এসব কথা বলেন। অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রপ্তানি পণ্যের বহুমুখীকরণ শীর্ষক এ কর্মশালার যৌথ আয়োজক ছিল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।

সালমান এফ রহমান বলেন, সহজে ব্যবসা করার সূচকে উন্নতি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে উদ্যোক্তা সৃষ্টিতে উপজেলা পর্যায়ে কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, ‘রপ্তানি পণ্যের বহুমুখী করতে হবে, তবে সেটা পোশাককে বাদ দিয়ে নয়। পোশাকে আমার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছি। আরও উন্নতির সুযোগ আছে। পাশাপাশি অন্য খাতের রপ্তানি বাড়াতে উদ্যোগ নিতে হবে।’

ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচক ছিলেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ, বেসরকারি খাত বিশেষজ্ঞ হোসনা ফেরদৌস প্রমুখ।