রবিতে গেল রেকিট

নম্বর ঠিক রেখে অপারেটর বদলের সেবা মোবাইল নম্বর পোর্টেবিলিটির (এমএনপি) মাধ্যমে রবি নেটওয়ার্কে যোগ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড। রাজধানীর গুলশান-১-এ রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেডের প্রধান কার্যালয়ে রেকিটের জেনারেল ম্যানেজার (বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্লাস্টার) বিশাল গুপ্ত ও রবির ম্যানেজিং ডিরেক্টর মাহতাব উদ্দিন আহমেদ এ বিষয়ে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় মোবাইলভিত্তিক বিশেষ এন্টারপ্রাইজ সলিউশন, কলরেট, কল কনফারেন্সিং, ক্লোজ ইউজার গ্রুপ সুবিধা, ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করবে রেকিট বেনকিজার। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে রবি এ খবর জানিয়েছে।

এ সময় রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন, এন্টারপ্রাইজ বিজনেসের জেনারেল ম্যানেজার মো. মনিরুল ইসলাম, জেনারেল ম্যানেজার আজমত উল্লাহ খান এবং রেকিট বেনকিজারের (বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্লাস্টার) রিসোর্সেস ডিরেক্টর আফরিন হুদা উপস্থিত ছিলেন।