চার কোটি লোকের কর দেওয়ার সামর্থ্য আছে: এনবিআর চেয়ারম্যান

মোশাররফ হোসেন ভূঁইয়া
মোশাররফ হোসেন ভূঁইয়া

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘দেশের চার কোটি লোকের কর দেওয়ার সামর্থ্য আছে। তাঁদের বেশির ভাগই স্বতঃপ্রণোদিতভাবে কর দেন না। আমরা তাঁদের কর জালে আনার উদ্যোগ নিয়েছি।’

আজ বুধবার এনবিআরের সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন ভূঁইয়া এসব কথা বলেন। সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন হয়। এতে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বর্তমানে সারা দেশে ৪০ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) বা নিবন্ধিত করদাতা আছেন। এর মধ্যে ২২ লাখ টিআইএনধারী গত বছর বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন।

এনবিআর চেয়ারম্যান জানান, নতুন করদাতা খুঁজে বের করতে এনবিআরের ২১৩টি দল কাজ করছে। এসব দলে কর কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা আছেন। গত অর্থবছরে ৩ লাখ ৩১ হাজার ২৭২ জন নতুন করদাতা পাওয়া গেছে। তাঁদের কাছ থেকে ২৮ কোটি টাকা কর পাওয়া গেছে।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, চলতি অর্থবছরে ৬ লাখ ৭২ হাজার নতুন করদাতা পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরে আরও চার-পাঁচ লাখ নতুন করদাতা বার্ষিক রিটার্ন জমা দেবেন। যাঁরা টিআইএন নিয়েছেন এবং করযোগ্য আয় আছে, কিন্তু রিটার্ন জমা দেবেন না, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে এনবিআর।