মুনাফার অংশ দিল এডিবল অয়েল

শীর্ষস্থানীয় ভোজ্যতেল কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড তাদের অর্জিত মুনাফার নির্ধারিত অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে। ছবি: সংগৃহীত
শীর্ষস্থানীয় ভোজ্যতেল কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড তাদের অর্জিত মুনাফার নির্ধারিত অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে। ছবি: সংগৃহীত

দুই দশকের বেশি সময় ধরে দেশের শীর্ষস্থানীয় ভোজ্যতেল কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড তাদের অর্জিত মুনাফার নির্ধারিত অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে। গতকাল বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে. এম. আলী আজম লভ্যাংশের চেক নেন।

এডিবেল অয়েলের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মো. আয়নুল হক সরদার। আরও ছিলেন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের প্রধান দিদার মো: দবিরুল ইসলাম, সিনিয়র ম্যানেজার কল্যাণ মিত্র চাকমা এবং শ্রমিক কল্যাণ ইউনিয়নের প্রেসিডেন্ট আবদুল জলিল।

এডিবল অয়েল রূপচাঁদা, ফরচুন, মিজান, ভিওলা ও কিংস ব্র্যান্ডের তেল বাজারজাত করে। ভবিষ্যতে মালিক-শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা রাখার আশা করছে প্রতিষ্ঠানটি।