পোস্তায় চামড়া আছে, বিক্রি নেই

>

রাজধানীর লালবাগের পোস্তায় মজুত ও সংরক্ষণ করা হচ্ছে কাঁচা চামড়া। কিন্তু বেচাকেনা নেই। চামড়ায় লবণ দিয়ে কয়েক মাস সংরক্ষণ করা যায় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার পোস্তায় গিয়ে দেখা যায়, প্রতিটি আড়তেই কমবেশি লবণযুক্ত চামড়া মজুত আছে। ট্যানারির মালিকেরা চামড়া কেনা শুরু না করায় আড়তদারেরা অলস সময় কাটাচ্ছেন। পাওনা টাকা পরিশোধ না করলে এবার ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রি করবেন না বলে জানিয়েছেন আড়তদারেরা। ওদিকে কাঁচা চামড়ার দামে বড় ধসের কারণে এবার কোরবানির পশুর চামড়ার অর্ধেকের বেশি নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়া চামড়ার আর্থিক মূল্য কমপক্ষে ২৪২ কোটি টাকা।

১ / ৫
রিকশা-ভ্যান করে এসেছে কাঁচা চামড়া। সেগুলো আড়তে নামানো হচ্ছে।
রিকশা-ভ্যান করে এসেছে কাঁচা চামড়া। সেগুলো আড়তে নামানো হচ্ছে।
২ / ৫
মাথায় করে চামড়া নিয়ে আড়তে যাচ্ছেন এক শ্রমিক।
মাথায় করে চামড়া নিয়ে আড়তে যাচ্ছেন এক শ্রমিক।
৩ / ৫
আড়তে স্তূপ করে রাখা হচ্ছে কাঁচা চামড়া।
আড়তে স্তূপ করে রাখা হচ্ছে কাঁচা চামড়া।
৪ / ৫
কাঁচা চামড়া সংরক্ষণের ব্যস্ত দুই শ্রমিক।
কাঁচা চামড়া সংরক্ষণের ব্যস্ত দুই শ্রমিক।
৫ / ৫
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসছে ছাগলের চামড়াও।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসছে ছাগলের চামড়াও।