জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ফাইল ছবি

চলতি অর্থবছরের জুলাই মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। জুলাই মাসে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬২ শতাংশ। আগের মাসে এই হার ছিল ৫ দশমিক ৫২ শতাংশ।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য দেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির তথ্য হিসাব করে থাকে।

মূল্যস্ফীতি বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, বৃষ্টি-বাদল, বন্যার কারণে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। বন্যায় চলাচল কয়েক দিন ব্যাহত হয়েছিল। এতে শাকসবজিসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। তিনি জানান, ঈদের কারণেও মূল্যস্ফীতি কিছুটা হয়েছে।

বিবিএসের পর্যালোচনায় বলা হয়েছে, মাছ-মাংস, ডিম, শাক-সবজি, ভোগ্য তেল, মসলা ও কোমল পানীয়র দাম গত জুলাই মাসে বেড়েছে।