গণ্ডি চলচ্চিত্রে যুক্ত ফ্রিডম স্যানিটারি

ভুবন মাঝি চলচ্চিত্রখ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র গণ্ডির সঙ্গে যুক্ত হলো ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড এবং গড়াই ফিল্মসের মধ্যে একটি চুক্তি সই হয়।ছবি: সংগৃহীত
ভুবন মাঝি চলচ্চিত্রখ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র গণ্ডির সঙ্গে যুক্ত হলো ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড এবং গড়াই ফিল্মসের মধ্যে একটি চুক্তি সই হয়।ছবি: সংগৃহীত

ভুবন মাঝি চলচ্চিত্রখ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র গণ্ডির সঙ্গে যুক্ত হলো ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড এবং গড়াই ফিল্মসের মধ্যে একটি চুক্তি সই হয়।

এসিআই কনজুমার ব্র্যান্ডসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আলমগীর এবং গড়াই ফিল্মসের পক্ষে নির্মাতা ফাখরুল আরেফীন খান চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি সই অনুষ্ঠানে ফাখরুল আরেফীন খান বলেন, ‘বর্তমান সময়ে ভালো গল্প পর্দায় ফুটিয়ে তোলা নিঃসন্দেহে চ্যালেঞ্জিংও বটে। ফলে অনেক সময় বাজেট নির্দিষ্ট থাকে না। বাজেটের অভাবেই কোনোমতে একটি গল্প বলতে হয়। এই পরিস্থিতিতে এসিআই পরিবারের পাশে দাঁড়ানোয় আমাদের জন্য বেশ উপকারই হলো।’

সৈয়দ আলমগীর বলেন, ‘দেশের প্রথম সারির বড় প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে এসিআই লিমিটেড। এই কোম্পানি চারটি স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের সমন্বয়ে ২৫টি ব্যবসার সঙ্গে জড়িত। প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিটে কাজ করছেন ২০ হাজারের বেশি কর্মী। প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে অনেক তরুণ এসিআই লিমিটেডে চাকরি করার স্বপ্ন দেখেন। প্রতি বছরই বিভিন্ন সেক্টরে কয়েক হাজার লোক নিয়োগ করে এসিআই। এবারে আমরা সিনেমার সঙ্গে টাইটেল স্পনসর হিসেবে কাজ করছি। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখব। তবে নিশ্চয়ই তা ভালো সিনেমার ক্ষেত্রে।’

রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। আসছে সেপ্টেম্বরে ছবিটির শেষ লটের দৃশ্যধারণ হবে। ফাখরুল আরেফীন খান জানালেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিন ঢাকার বেশ কয়েকটি লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হবে। সেখানে থাকবেন ফেলুদা খ্যাত সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মুস্তফা ও আরও অনেকে।’ গণ্ডি ছবিতে আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।