সাময়িকভাবে উৎপাদন বন্ধ করছে মারুতি

ভারতে গাড়িশিল্পে কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে। গাড়ি বিক্রি কমে গেছে। পরিস্থিতি মোকাবিলায় এবার সাময়িকভাবে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিল মারুতি সুজুকি। ৭ ও ৯ সেপ্টেম্বর মারুতির গুরুগ্রাম ও মানেসরের কারখানায় যাত্রীবাহী গাড়ির উৎপাদন পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে। কয়েক মাস ধরেই ভারতের গাড়িশিল্পে তীব্র মন্দা চলছে। সব কোম্পানির বিক্রি কমছে ব্যাপক হারে। মারুতিও তার ব্যতিক্রম নয়। তাদের প্রতিবেদন অনুযায়ী গত বছরের আগস্টের তুলনায় এ বছর আগস্ট মাসে বিক্রি কমেছে ৩২ দশমিক ৭ শতাংশ। যাত্রীবাহী গাড়ির বিক্রিতে সংকট আরও তীব্র। বিক্রির হার কমেছে ৩৬ দশমিক ১৪ শতাংশ। কিছুদিন আগেই তিন হাজার অস্থায়ী কর্মী ছাঁটাই করেছে মারুতি। বিজ্ঞপ্তি