ই-কমার্সে ভ্যাট শুধু কমিশনের ওপর

অনলাইনে কেনাবেচার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ের বিষয়টি স্পষ্ট করে একটি ব্যাখ্যা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে পণ্যের মোট বিক্রয়মূল্যের ভ্যাট ধরা হয়েছিল। তবে ব্যাখ্যায় এনবিআর জানিয়েছে, ভ্যাট অনলাইনে সেবা প্রদানকারীর কমিশন বা সার্ভিস চার্জের ওপর আরোপ করা হবে।

ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, এখন ব্যবসায়ী ও ভোক্তা উভয়েই দ্বৈত করের চাপ থেকে মুক্তি পাবেন।

ইক্যাব জানায়, এনবিআরের ব্যাখ্যায় অনলাইনে পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানকে একটি ‘বিক্রয় মাধ্যম’ হিসেবে গণ্য করা হয়েছে। এতে বলা হয়, অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে মোট মূল্যের ওপর ভ্যাট আরোপ করা হলে সেটা দ্বৈত কর হয়ে যায়। অবশ্য অনলাইনে ভ্যাটমুক্ত পণ্য কেনাবেচার ক্ষেত্রেও সার্ভিস চার্জ অথবা কমিশনের ওপর ভ্যাট আরোপযোগ্য হবে।

এ বিষয়ে ইক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ বলেন, ‘সরকারের এই সিদ্ধান্ত এ খাতের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি নিয়ে আসবে। ভোক্তারাও দ্বৈত করের চাপ থেকে মুক্তি পাবেন।’