'বিসিকের চরিত্র দুর্নীতিবাজদের সেভ করা'

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ। প্রথম আলো ফাইল ছবি
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ। প্রথম আলো ফাইল ছবি

দেশের ট্যানারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান শাহীন আহমেদ অভিযোগ করে বলেছেন, ‘বিসিকের (ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন ) চরিত্র হলো উদ্যোক্তাদের ওপর দোষারপ করা আর দুর্নীতিবাজদের সেভ (রক্ষা) করা।’

বেসরকারি সংস্থা এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে বাংলাদেশের ট্যানারি শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এ কথা বলেন বিটিএ চেয়ারম্যান শাহীন আহমেদ। রাজধানীর ফার্মগেট এলাকায় দ্য ডেইলি স্টার সেন্টারে আজ সোমবার সংলাপটি অনুষ্ঠিত হয়।

সংলাপে উপস্থিত ছিলেন বিসিক চামড়া শিল্পনগরীর সম্প্রসারণ কর্মকর্তা মীর মো. শাহীনুল ইসলাম। মূলত তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতে শাহীন আহমেদ ওই কথা বলেন। তিনি আরও বলেন, চীনের নিম্নমানের যন্ত্রপাতির কারণেই চামড়াশিল্প নগরের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনগার (সিইটিপি) নষ্ট হয়েছে। এটির দুর্বল বিষয়গুলো দূর করা না গেল ভবিষ্যতেও সিইটিপি কাজ কারবে না।

বিসিকের উদ্দেশ্য শাহীন আহমেদ বলেন, ‘ট্যানারি থেকে সিইটিপিতে বর্জ্য নেওয়ার জন্য দরপত্রে ৩৮ ইঞ্চি ব্যাসের পাইপ দেওয়ার কথা থাকলেও ১৮ ইঞ্চির পাইপ দেওয়া হয়েছে। আপনারা আপনাদের দুর্নীতির দায় সবসময় আমাদের উদ্যোক্তের ওপর চাপিয়ে দেন।’

এর আগে বিসিকের মীর মো. শাহীনুল ইসলাম বলেন, ‘নিয়ম ভেঙে ট্যানারি থেকে কঠিন বর্জ্যসহ ক্রোমমিশ্রিত পানি সরাসরি পাইপে ছাড়া হয়। তাতে পাইপ লাইন ব্লক হয়ে নোংরা পানি ম্যানহোল দিয়ে উপচে পড়ে। সিইটিপির ব্যাকটেরিয়া মরে যায়, যন্ত্রপাতিও নষ্ট হয়।’

সংলাপে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ, সাবেক শ্রম সচিব মিকাইল শিপার, স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আহমদ কামরুজ্জামান মজুমদার, ট্যানারি ওয়ার্কার ইউনিয়নের (টিডব্লিউ) সভাপতি আবুল কালাম আজাদ, বিটিএর পরিচালনা পর্ষদের সদস্য এ বি এম মাসুদ প্রমুখ। সঞ্চালনা করেন এশিয়া ফাউন্ডেশনের পরিচালক সাদাত এস শিবলি।