পেঁয়াজ আমদানিতে ব্যাংক ঋণের সুদ ৯%

পেঁয়াজ আমদানিতে ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশ নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বিকেলে কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে এ ব্যবস্থা নিয়েছে। প্রজ্ঞাপনে ঋণপত্র বা এলসি করার ক্ষেত্রে মাশুল বা মার্জিন ন্যূনতম পর্যায়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। এটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

এদিকে ঢাকার পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে। ঢাকার মসলাজাতীয় পণ্যের সবচেয়ে বড় ব্যবসাকেন্দ্র পুরান ঢাকার শ্যামবাজারের আড়তে আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০ টাকার আশপাশে, ভারতীয় পেঁয়াজ ৬৫-৭০ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ৫৮-৬০ টাকা দরে বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা।

অবশ্য খুচরা বাজারে এর প্রভাব ততটা পড়েনি। ঢাকার কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১০০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা আগের চেয়ে কেজিপ্রতি ১০ টাকার মতো কম। অবশ্য কোনো কোনো জায়গায় সেরা মানের দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১২০ টাকায় উঠেছিল, যা এখন ১১০ টাকায় নেমেছে।