এখন নগদে ক্যাশ-আউট চার্জ হাজারে সাড়ে ১৪ টাকা

দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’। গতকাল রোববার থেকে ‘নগদ’-এর সব গ্রাহক যেকোনো নগদ উদ্যোক্তা পয়েন্ট থেকে ১ দশমিক ৪৫ শতাংশ দামে ক্যাশ-আউট করতে পারবেন। অর্থাৎ প্রতি হাজারে নগদে ক্যাশ-আউট চার্জ এখন ১৪ টাকা ৫০ পয়সা।

নগদ-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগদ গ্রাহকপ্রতি ১ হাজার টাকা ক্যাশ-ইন করলে প্রতি হাজারে ৫ টাকা (০.৫%) ক্যাশ-ব্যাক পাবেন। ক্যাশ ব্যাকের টাকা ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নগদ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

নতুন গ্রাহকেরা নগদ-এ সফল নিবন্ধনের মাধ্যমে ১ দশমিক ৪৫ শতাংশ মূল্যে ক্যাশ-আউট চার্জ উপভোগ করতে পারবেন। যে কেউ নগদ অ্যাপের মাধ্যমে নিজে অথবা নগদ উদ্যোক্তার মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। উল্লিখিত দুই ক্ষেত্রেই গ্রাহকের জন্য সফল রেজিস্ট্রেশনে (নিবন্ধনে) থাকছে ২৫ টাকা পাওয়ার সুযোগ। দাম ও শর্তাবলির বিষয়ে নগদ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। অফারগুলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে।

নগদ সম্পর্কে বিস্তারিত জানতে নগদ ওয়েবসাইট ও ফেসবুক পেজে নজর রাখুন।