শাহজাহান বাবলুর রেমিট্যান্স পদক ফিরিয়ে নিল কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আনা শাহজাহান বাবলুকে দেওয়া রেমিট্যান্স পদক ফিরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক। আজ বুধবার বিকেলে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছ পাঠানো এক চিঠিতে তাঁকে দেওয়া পদক ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। চিঠিতে দ্রুততম সময়ে শাহজাহান বাবলুকে দেওয়া ক্রেস্ট, সার্টিফিকেট ও স্মারক মুদ্রা দিতে জনতা ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘পদক দেওয়ার পর তাঁর ঋণ খেলাপি হওয়ার তথ্য পাওয়া যায়। এ কারণে পদক ফিরিয়ে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

শাহজাহান বাবলু বাংলাদেশ কমার্স ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি। তাঁর কাছে ব্যাংকের পাওনা ১৮৪ কোটি টাকা। তিনি কমার্স ব্যাংকের মাধ্যমে টাকা পাচার করেছেন। আর দেশে টাকা এনেছেন জনতা ব্যাংকের মাধ্যমে।
জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আনায় গত সোমবার তাকে রেমিট্যান্স পদক দেয় বাংলাদেশ ব্যাংক। বৈধ পথে প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠানোয় সেদিন ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে বাংলাদেশ ব্যাংক। পাঁচ ক্যাটাগরিতে দেওয়া হয় এ পুরস্কার। প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর মধ্যে শাহজাহান বাবলু ব্যাংক খাতের আলোচিত অর্থ পাচারকারী। গত ১৮ জুলাই প্রথম আলোতে তাকে নিয়ে ‘টেরাকোটা টাইলসে টাকা পাচার’ শীর্ষক এক সংবাদ প্রকাশিত হয়। এরপর এ নিয়ে তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শাহজাহান বাবলুকে প্রধান আসামি করে মামলাও করে সিআইডি। তবে এর মধ্যে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। পলাতক থাকায় পদক গ্রহণ করতে আসেননি তিনি।
আরও খবর: 
টাকা পাচারকারীও পেলেন রেমিট্যান্স পদক