এনবিআরের নারী কর্মকর্তাদের শাড়ি উপহার দিলেন অর্থমন্ত্রী

আ হ ম মুস্তফা কামাল । ফাইল ছবি
আ হ ম মুস্তফা কামাল । ফাইল ছবি

রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে বৈঠক করার সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য, মহাপরিচালক ও কমিশনার পদমর্যাদার ১৪ নারী কর্মকর্তাকে শাড়ি উপহার দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সেগুনবাগিচার এনবিআর সম্মেলনকক্ষে আজ রোববার বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শেষ পর্যায়ে উপস্থিত নারী কর্মকর্তাদের শাড়ি উপহার দেন অর্থমন্ত্রী।

তবে বৈঠকে রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট হতে পারেননি অর্থমন্ত্রী। বৈঠকে চলতি অর্থবছরের প্রথম দুই মাসের (জুলাই-আগস্ট) রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরা হয়। সেখানে দেখা গেছে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯৫৯ কোটি টাকা বেশি আদায় হয়েছে। রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ৩ শতাংশের কিছুটা বেশি। অথচ প্রায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে চলতি অর্থবছরে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য রয়েছে।

বৈঠকে রাজস্ব আদায় সম্পর্কে অর্থমন্ত্রী বলেছেন, ‘বাজেটে যে লক্ষ্য নির্ধারিত হয়েছে, তা-ই আদায় করতে হবে। বাজেট দাঁড়ি, কমাসহ বাস্তবায়ন করতে হবে। আপনারাই (রাজস্ব কর্মকর্তা) বাজেটের আগে এই লক্ষ্যের কথা জানিয়েছেন।’

অর্থমন্ত্রী আরও বলেন, অর্থবছরের কর ছাড় দিয়ে কোনো প্রজ্ঞাপন জারি করা হবে না। যদি কোনো প্রজ্ঞাপন জারি করতে হয়, তাতে প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।

বৈঠকে জানানো হয়, আমদানি পর্যায়ে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে আদায় হয়েছে ৯ হাজার ৫৭২ কোটি টাকা। গত বছর আদায় হয়েছিল ৯ হাজার ৭১৩ কোটি টাকা। এই খাতে রাজস্ব আদায় কমেছে ১৪১ কোটি টাকা। নতুন ভ্যাট আইন হলেও এর সুফল পাওয়া যাচ্ছে না। প্রথম দুই মাসে আগেরবারের চেয়ে মাত্র ১১২ কোটি টাকা বেশি ভ্যাট আদায় হয়েছে। এবার ভ্যাট আদায় হয়েছে ১১ হাজার ২০০ কোটি টাকা। ভ্যাটে প্রবৃদ্ধি মাত্র ১ শতাংশ। তবে আয়করে সাড়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি ধরে রেখে এবার ৮ হাজার ৮৪৮ কোটি টাকা আদায় হয়েছে।