মোবাইলে আর্থিক সেবা দানকারীদের মধ্যে দ্বিতীয় 'নগদ'

বাংলাদেশে মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য জানানো হয়েছে। নগদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আজ সোমবার মোস্তাফা জব্বারের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘১৩ অক্টোবর ২০১৯ আমাদের ইতিহাস গড়ার দিন। এই দিনে আমরা বাংলাদেশের মোবাইল আর্থিক সেবার দ্বিতীয় স্থানে পৌঁছেছি। ১১ বছর আগে প্রতিষ্ঠিত রকেটকে অতিক্রম করে মাত্র ৭ মাসে দ্বিতীয় স্থান দখল করেছে ডাক বিভাগের নগদ।’

কিছুদিন আগেই নগদ ও রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক যৌথভাবে এক দিনে ৬০ লাখ গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় নিয়ে এসেছে। প্রতি হাজারে নগদের ক্যাশ আউট চার্জ এখন ১৪ টাকা ৫০ পয়সা, যা দেশের মধ্যে সর্বনিম্ন।