বাংলাদেশের বাজারে প্রিমিয়াম বিস্কুট বেলামে

সংবাদ সম্মেলন করে বেলামে ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক উন্মোচন করা হয়। ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলন করে বেলামে ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক উন্মোচন করা হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বাজারে প্রিমিয়াম ব্র্যান্ড বিস্কুট ‘বেলামে’ নিয়ে এল নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড। ইংরেজি দৈনিক ডেইলি স্টার কার্যালয়ের এ এস মাহমুদ সেমিনার হলে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্র্যান্ডটির মোড়ক উন্মোচন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ মল্লিক বলেন, ‘আমরা আশা করি, ভিন্ন স্বাদ আর গুণগত মান দিয়ে বেলামে বিস্কুট ভোক্তাদের মন জিতে নেবে। ডাইজেস্টিভ, এনার্জি গো এবং ক্রিমো বিস্কুট দিয়ে বেলামে যাত্রা শুরু করছে। পরবর্তী সময়ে ক্রাশ, ট্রু মারি, সুইট ব্লেজ, ডিঙ্গো, ক্রিম ক্র্যাকার এবং সোডা ক্র্যাকারনামের মতো বিস্কুটও বাজারে আনা হবে।’

নিজস্ব কারখানায় বিদেশি কারিগরি সহায়তায় হাতের কোনো রকম স্পর্শ ছাড়াই সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুত হচ্ছে বেলামে বিস্কুট। ১৯৯২ সাল থেকে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড পুষ্টিকর খাবার প্রস্তুত করে আসছে। কোম্পানিটির দুগ্ধজাত পণ্যগুলোর মধ্যে রয়েছে ডিপ্লোমা, রেড কাউ, রেড কাউ নিউট্রিফাইড, রেড কাউ বাটার অয়েল, শেপ আপ লো ফ্যাট হাই প্রোটিন মিল্ক পাউডার, ফার্মল্যান্ড সুপার ইত্যাদি। এ ছাড়া অদুগ্ধজাত পণ্যের মধ্যে রয়েছে ডুডলস ইনস্ট্যান্ট নুডলস, ডুডলস স্টিক নুডলস, পপার্স, ডেটোস, স্পাইসি পটেটো স্টিকস ইত্যাদি।