৪ লাখ রুপির চকলেট বক্স

রয়টার্স প্রতীকী ছবি
রয়টার্স প্রতীকী ছবি

ভারতের বাজারে এখন বিশ্বের অন্যতম দামি চকলেট এবার মিলছে। তবে এই চকলেটের দাম কিন্তু চমকে ওঠার মতো, এক কেজি ওজনের প্রতিটি বাক্সের দাম ‘মাত্র’ ৪ লাখ ৩০ হাজার রুপি! গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চকলেটটির বিপণন শুরু হয়েছে।

ভারতের নামী কোম্পানি আইটিসির লাক্সারি চকলেট ফ্যাবেল ব্র্যান্ড নতুন এই চকলেট নিয়ে এসেছে। এটি বিশ্বের অন্যতম দামি চকলেট। জানা গেছে, চকলেটটি ইতিমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। বিলাসী এই চকলেটের নাম ‘ফ্যাবেল ট্রিনিটি ট্রাফলস এক্সট্রা অর্ডিনেয়র’।

বাজারজাতকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এই চকলেটের ওপর ব্যবহৃত হয়েছে খাওয়ার উপযোগী সোনা। আরও ব্যবহৃত হয়েছে জাফরান ও হোয়াইট ট্রাফেল। এটি এমনভাবে মোড়কজাত করা হয়েছে যে দেখতে মুকুটের মতো লাগে। মোড়কও সাড়ে ৫ হাজার ক্রিস্টাল দিয়ে সাজানো।