জুয়েলার্স সমিতির নির্বাচনে বাধা নেই

ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ জুয়েলার্স সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০১৯-২০২১) স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সমিতির বর্তমান সভাপতিসহ দুই নেতার করা এক আবেদন নিষ্পত্তি করে এই আদেশ দেওয়া হয়। এর ফলে আজ শুক্রবার জুয়েলার্স সমিতির নির্বাচন অনুষ্ঠানে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

নির্বাচনের প্রার্থী ও ভোটার বিপুল ঘোষের (শঙ্কর) করা এক আবেদনের শুনানি নিয়ে ৪ নভেম্বর হাইকোর্ট রুল দিয়ে ওই নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে সমিতির বর্তমান সভাপতি গঙ্গা চরণ মালাকারসহ দুই নেতা আবেদন করেন, যার ওপর বৃহস্পতিবার আপিল বিভাগে শুনানি হয়।

আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মুরাদ রেজা ও এ এম আমিন উদ্দিন। বিপুলের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস, মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও ইমাম হাসান।