ভারতের শীর্ষ ১০ ধনীর লাভ-ক্ষতি

প্রতিবেশী দেশ ভারতের ১০ শীর্ষ ধনী । তাঁরা কর দেন, নিয়মিত সম্পদের তথ্য প্রকাশ করেন। আমাদের দেশে সেই ছেলে কবে হবে...। এবার দেখে নেওয়া যাক ১০ শীর্ষ ধনীর কার কী অবস্থা। গত এক বছরে কে কত আয় করল, কার কত ক্ষতি হলো।

মুকেশ আম্বানি
মুকেশ আম্বানি

১. মুকেশ আম্বানি, রিলায়েন্স গ্রুপ
*  বিশ্বের ১৪তম শীর্ষ ধনী
*  নিট সম্পদ ৫৭ বিলিয়ন ডলার
*  এক বছরে সম্পদ বেড়েছে ১২.৭ বিলিয়ন ডলার, বৃদ্ধির হার ২৮.৭%
*  সম্পদের পরিমাণ ভারতের ২.১% জিডিপির সমান
*  সম্পদ ৯২.৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেলের সমান

আজিম প্রেমজি
আজিম প্রেমজি

২. আজিম প্রেমজি, ওয়াইপরো লিমিটেড
*  বিশ্বের ৫৫তম শীর্ষ ধনী
*  নিট সম্পদ ২০.১ বিলিয়ন ডলার

*  এক বছরে সম্পদ বেড়েছে ২.৮ বিলিয়ন ডলার, বৃদ্ধির হার ১৬%

*  সম্পদের পরিমাণ ভারতের ০.৭% জিডিপির সমান

*  সম্পদ ৪.১৪ লাখ কেজি সোনার সমান

শিভ নাদার
শিভ নাদার

৩. শিভ নাদার, এইচসিএল গ্রুপ
*  বিশ্বের ৭৮তম শীর্ষ ধনী
*  নিট সম্পদ ১৬.১ বিলিয়ন ডলার
*  এক বছরে সম্পদ বৃদ্ধি ২.৫ বিলিয়ন ডলার, হার ১৮.৪%
*  সম্পদের পরিমাণ ভারতের ০.৬% জিডিপির সমান

*  সম্পদ ৩.৩২ লাখ কেজি সোনার সমান

উদয় কোটাক
উদয় কোটাক

৪. উদয় কোটাক, কোটাক মহিন্দ্র ব্যাংক
*  বিশ্বের ৯৭তম শীর্ষ ধনী
*  নিট সম্পদ ১৪.১ বিলিয়ন ডলার
*  এক বছরে সম্পদ বেড়েছে ২.৬ বিলিয়ন ডলার, বৃদ্ধির হার ২২.৪%
*  সম্পদের পরিমাণ ভারতের ০.৫% জিডিপির সমান

*  সম্পদ ২.৯ লাখ কেজি সোনার সমপরিমাণ

লক্ষ্মী মিত্তাল
লক্ষ্মী মিত্তাল

৫. লক্ষ্মী মিত্তাল, আরকেলোর মিত্তাল
*  বিশ্বের ১১৪তম শীর্ষ ধনী
*  নিট সম্পদ ১২.৪ বিলিয়ন ডলার
*  এক বছরে সম্পদ কমেছে ১.৪ বিলিয়ন ডলার, হ্রাসের হার ১০.১%

*  সম্পদের পরিমাণ ভারতের ০.৫% জিডিপির সমান

*  সম্পদ ৬৯.৩৯ লাখ টন অ্যালুমিনিয়ামের সমপরিমাণ

রামকৃষ্ণান দামানি
রামকৃষ্ণান দামানি

৬. রামকৃষ্ণান দামানি, রিটেইল স্টোর চেইন ডিমার্ট
*  বিশ্বের ১৪০তম শীর্ষ ধনী
*  নিট সম্পদ ১০.৬ বিলিয়ন ডলার
*  এক বছরে সম্পদ বেড়েছে ১.৮ বিলিয়ন ডলার, বৃদ্ধির হার ১৯.৯%
*  সম্পদের পরিমাণ ভারতের ০.৪% জিডিপির সমান

*  সম্পদ ২.১৮ লাখ কেজি সোনার সমপরিমাণ

গৌতম আদানি
গৌতম আদানি

৭. গৌতম আদানি, আদানী গ্রুপ
*  বিশ্বের ১৫০তম শীর্ষ ধনী
*  নিট সম্পদ ১০ বিলিয়ন ডলার
*  এক বছরে সম্পদ বেড়েছে ২.২ বিলিয়ন ডলার, বৃদ্ধির হার ২৮.৯%
*  সম্পদের পরিমাণ ভারতের ০.৪% জিডিপির সমান
*  সম্পদ ২.০৬ লাখ কেজি সোনার সমপরিমাণ

সাইরাস পুনেওয়ালা
সাইরাস পুনেওয়ালা

৮.সাইরাস পুনেওয়ালা, পুনেওয়ালা গ্রুপ
*  বিশ্বের ১৯৩তম শীর্ষ ধনী
*  নিট সম্পদ ৮.৩ বিলিয়ন ডলার
*  এক বছরে সম্পদ বেড়েছে ০.২ বিলিয়ন ডলার, বৃদ্ধির হার ২.৬%
*  সম্পদের পরিমাণ ভারতের ০.৩% জিডিপির সমান
*  সম্পদ ১.৭১ লাখ কেজি সোনার সমপরিমাণ

দিলীপ সাঙ্গভি
দিলীপ সাঙ্গভি

৯. দিলীপ সাঙ্গভি, সান ফার্মা
*  বিশ্বের ২১৬তম শীর্ষ ধনী
*  নিট সম্পদ ৭.৬ বিলিয়ন ডলার
*  এক বছরে সম্পদ কমেছে ০.৭ বিলিয়ন ডলার, হ্রাসের হার ৪%
*  সম্পদের পরিমাণ ভারতের ০.৩% জিডিপির সমান
*  সম্পদ ১.৫৭ লাখ কেজি সোনার সমপরিমাণ

নুসলি ওয়াদিয়া
নুসলি ওয়াদিয়া

১০. নুসলি ওয়াদিয়া, ওয়াদিয়া গ্রুপ
*  বিশ্বের ২৩৪তম শীর্ষ ধনী
*  নিট সম্পদ ৭.২ বিলিয়ন ডলার
*  এক বছরে সম্পদ কমেছে ০.১ বিলিয়ন ডলার, হ্রাসের হার ১.৯%
*  সম্পদের পরিমাণ ভারতের ০.৩% জিডিপির সমান
*  সম্পদ ১.৪৮ লাখ কেজি সোনার সমপরিমাণ

ইকোনমিকস টাইম অবলম্বনে