খেলাপির কারণেই ব্যাংকে ঋণের সুদ বেশি

বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান। ১ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ২৪ নভেম্বর তিনি ব্যাংকটিতে যোগদান করেন।

ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতির দায়িত্ব পালনকারী সৈয়দ মাহবুবুর রহমানের সঙ্গে কথা হয়, ব্যাংক খাতের সাম্প্রতিক সময়ের আলোচিত বিষয় সুদহার নিয়ে। তিনি মনে করেন, বাজারভিত্তিক ব্যবস্থায় জোর করে সুদের হার বেঁধে দিলে তা টেকসই হয় না। এ কারণে এর আগেও সুদহার ৯ শতাংশে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হলে শেষ পর্যন্ত সেটি টেকসই হয়নি। তবে তিনি এ–ও মনে করেন, বর্তমানে ব্যাংক খাতে যে সুদের হার রয়েছে, তা দিয়ে শিল্পায়নকে এগিয়ে নেওয়া কঠিন। দেশের শিল্পায়নের স্বার্থে, প্রবৃদ্ধির স্বার্থে সুদের হার কমিয়ে আনা উচিত। কিন্তু সেটি করতে হবে বাস্তবতার ভিত্তিতে।

ঋণের সুদহার ৯ শতাংশ বেঁধে দেওয়া হলে তাতে আমানতের সুদহারও কমে যাবে। আমানতের সুদ কমে গেলে মানুষ ব্যাংকে টাকা রাখতে নিরুৎসাহিত হবে। তখন দেখা যাবে ঋণের সুদ কমাতে গিয়ে আরেক ধরনের সংকট দেখা দেবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান। ছবি: সাইফুল ইসলাম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নিয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান। ছবি: সাইফুল ইসলাম

সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশে ব্যাংক খাতে ঋণের সুদহার বেশি হওয়ার পেছনে খেলাপি ঋণ বড় কারণ। রাতারাতি খেলাপি ঋণ কমানো সম্ভব নয়, সেটি বাস্তবও নয়। এ জন্য দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আইন সংশোধন। আমি মনে করি, সুদহার কমাতে হলে খেলাপি ঋণ কমানোর কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি কম সুদে বৃহৎ আমানত সংগ্রহের দিকে নজর দিতে হবে। সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত না করে বড় বড় প্রতিষ্ঠান, যাদের হাতে বড় অঙ্কের আমানত রয়েছে সেখানে নজর দিতে হবে।’

ব্র্যাক ব্যাংক থেকে ঢাকা ব্যাংক হয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডির দায়িত্ব নেওয়া সৈয়দ মাহবুবুর রহমানের ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয় ১৯৮৮ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) থেকে এমবিএ ডিগ্রি লাভের পর সৌদি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানিতে (সাবিনকো) যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। ৩১ বছরের কর্মজীবনে তিনি আইডিএলসি, বহুজাতিক এএনজেড গ্রিন্ডলেজ, স্ট্যান্ডার্ড চার্টার্ড, সিটিব্যাংক এনএ-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

পূর্বসূরি আনিস এ খান (এমটিবির সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক) এমটিবিকে একটি ভালো অবস্থানে রেখে গেছেন মন্তব্য করে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘এখন আমি চেষ্টা করব ব্যাংকটিকে ভিন্ন এক উচ্চতায় নিয়ে যেতে। যাতে কয়েক বছর পর মানুষ ব্যাংক বলতে প্রথমেই এ ব্যাংকটির নাম বলে। আর যারা ব্যাংকে চাকরি করতে আগ্রহী, তারা যেন চাকরির জন্য প্রথম পছন্দের তালিকায় এ ব্যাংকটিকে রাখে।’