পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশে সিঙ্গাপুর টুরিজম বোর্ডের কর্মসূচি

পর্যটকদের আকৃষ্ট করতে সিঙ্গাপুর টুরিজম বোর্ড বাংলাদেশে উদ্বোধন করেছে ইন্সপায়ার কর্মসূচি। ঢাকা, ৫ ডিসেম্বর। ছবি: সংগৃহীত
পর্যটকদের আকৃষ্ট করতে সিঙ্গাপুর টুরিজম বোর্ড বাংলাদেশে উদ্বোধন করেছে ইন্সপায়ার কর্মসূচি। ঢাকা, ৫ ডিসেম্বর। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর টুরিজম বোর্ড (এসটিবি) বৈশ্বিক সম্মেলন, ইনসেনটিভ ট্রাভেল, কনভেনশন ও প্রদর্শনী (এমআইসিই) ক্ষেত্রে পর্যটকদের আকৃষ্ট করতে বাংলাদেশে ইন সিঙ্গাপুর ইনটেনসিভস অ্যান্ড রিওয়ার্ডস (ইন্সপায়ার) নামে একটি কর্মসূচি চালু করেছে।

আজ বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে সিঙ্গাপুর টুরিজম বোর্ড এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। ইন্সপায়ার কর্মসূচির সুযোগ-সুবিধা জানাতে ব্যবসায় প্রতিনিধি ও করপোরেটদের আমন্ত্রণ জানানো হয়। সিঙ্গাপুরের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হয়ে নির্ধারিত এমআইসিই গ্রুপের প্রতিনিধিদের উপভোগ্য অভিজ্ঞতা দিতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বব্যাপী ইন্সপায়ার কর্মসূচি চালু করার মাধ্যমে সিঙ্গাপুরে বিটিএমআইসিই ভ্রমণকারীদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ২০১৮ সালে ২ দশমিক ৯ মিলিয়নের বেশি বিটিএমআইসিই পর্যটক সিঙ্গাপুরে ভ্রমণ করতে আসেন, যা ২০১৭ সালের পর্যটকসংখ্যা থেকে ১২ দশমিক ১ শতাংশ বেশি। ২০১৮ সালে টুরিজম রিসিপ্টস (টুরিজম রিসিপ্টসে দর্শনীয় স্থান ভ্রমণ, বিনোদন এবং গেমিং অন্তর্ভুক্ত নয়) গত বছরের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৬৮ বিলিয়ন সিঙ্গাপুর ডলার হয়েছে।

সিঙ্গাপুর টুরিজম বোর্ডের ডেপুটি চিফ এক্সিকিউটিভ মিস মেলিসা অ্য বলেন, ‘২০১৮ সালে বিটিএমআইসিই ক্ষেত্রে সফলতা অর্জনের পর বৈশ্বিকভাবে ইন্সপায়ার প্রোগ্রামটি চালু করতে পেরে আমরা আনন্দিত। এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে করপোরেট গ্রুপের মধ্যে ইন্সপায়ার প্রোগ্রামটি চালু করা হয়েছিল। কিন্তু বর্তমানে ইন্সপায়ারের বৈশ্বিক সংস্করণে আমেরিকা, উত্তর এশিয়া, ওশেনিয়া ও আরও কিছু দেশের বাজারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

ইন্সপায়ার সম্পর্কে তথ্যের জন্য ভিজিট করুন লিংকে। বিজ্ঞপ্তি।