সূচকের বড় ধরনের দরপতন, কমেছে লেনদেনও

সূচকের বড় ধরনের দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭৫ পয়েন্ট। অবস্থান করছে ৪ হাজার ৫৯৬ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২২৪ পয়েন্ট।

ডিএসইতে আজ গত কার্যদিবসের চেয়ে মোট লেনদেনের পরিমাণও কমেছে। আজ লেনদেন হয়েছে ৩৪৯ কোটি টাকার। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ৪৩২ কোটি ৪১ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২৭৩টির, অপরিবর্তিত আছে ২৭টির দর।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সিনোবাংলা, সোনার বাংলা ইনস্যুরেন্স, ন্যাশনাল টিউবস, ড্যাফোডিল, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, এসকে ট্রিমজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যারামাউন্ট, বিকন ফার্মা, জেনেক্স ইনফোজ লিমিটেড ও ওয়াটা কেমিক্যাল।

দরবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো সিনো বাংলা, অনলিমা ইয়ার্ন, হাক্কানি পাল্প, স্টান্ডার্ড সিরামিকস, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, বিডি অটোকার, জেনেক্স ইনফোজ লিমিটেড, হাওয়া ওয়েল টেক্সটাইলস লিমিটেড, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও বিএসআরএম স্টিল লিমিটেড।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো রিজেন্ট টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, স্কয়ার নিট, মোজ্জাফফর হোসেন স্পিনিং মিল, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, প্রিমিয়ার লিজিং, আইসিবিআই ব্যাংক ও নিউ লাইন।

অপর দিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৮৬টির, অপরিবর্তিত আছে ১৬টির দর।