সিরামিক প্রদর্শনীতে ৫৫ লাখ ডলারের ক্রয়াদেশ মিলেছে

তিন দিনের সিরামিক প্রদর্শনীতে ৫৫ লাখ মার্কিন ডলারের ক্রয়াদেশ মিলেছে। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) এ প্রদর্শনীর আয়োজন করে। বিসিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় গত বৃহস্পতিবার প্রদর্শনী শুরু হয়। এবারের প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীনসহ বিশ্বের ২০ দেশের ১৫০টি প্রতিষ্ঠান অংশ নেয়। হোটেল র‍্যাডিসনে গতকাল শনিবার প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বিসিএমইএর সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা, জ্যেষ্ঠ সহসভাপতি মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন প্রমুখ।

এস কে সুর চৌধুরী বলেন, সিরামিকশিল্প যে এতটা এগিয়ে গেছে, তা অনেকেই জানতেন না। নতুন প্রজন্মের উদ্যোক্তারা দায়িত্ব নিয়ে খাতটিকে এগিয়ে নিচ্ছেন। পাঁচ শতাধিক বিদেশি প্রতিনিধি তিন দিনের সিরামিক প্রদর্শনীতে এসেছেন।


বিসিএমইএর সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা বলেন, ‘প্রদর্শনীতে আমরা প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। অনেক ক্রেতার সঙ্গে আমাদের উদ্যোক্তাদের নতুন করে পরিচয় হয়েছে। অনেকে আবার কাঁচামালের নতুন সংস্থানের খোঁজ পেয়েছেন। সব মিলিয়ে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে ব্যবসা করার নতুন দরজা খুলে গেছে। প্রদর্শনীতে অনুষ্ঠিত পাঁচটি সেমিনার থেকে উদ্যোক্তারা উপকৃত হয়েছেন।’