ইউএস-বাংলায় আসছে নতুন দুটি উড়োজাহাজ

ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে নতুন দুটি উড়োজাহাজ। ছবি: ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে
ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হচ্ছে নতুন দুটি উড়োজাহাজ। ছবি: ইউএস-বাংলা এয়ারলাইনসের সৌজন্যে

নতুন বছরের শুরুতে ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে নতুন দুটি উড়োজাহাজ যুক্ত হচ্ছে। এটিআর ৭২-৬০০ মডেলের উড়োজাহাজ দুটি সরাসরি ফ্রান্স থেকে আনা হচ্ছে বলে জানিয়েছে ইউএস–বাংলা কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে তাঁদের চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০সহ মোট ১১টি উড়োজাহাজ রয়েছে। আগামী জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে নতুন দুটি উড়োজাহাজ দেশে আসবে। এ নিয়ে ইউএস–বাংলার উড়োজাহাজের সংখ্যা হবে মোট ১৩। এগুলো এলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইটসংখ্যা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাঁদের।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে ১০টি, কক্সবাজারে ছয়টি, সৈয়দপুর-যশোরে পাঁচটি করে, রাজশাহী-সিলেটে দুটি করে এবং বরিশালে একটি ফ্লাইট নিয়মিত চলাচল করছে। এ ছাড়া আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাসকাট, দোহা, চেন্নাই ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে তারা।