কম দামি বিড়ির সম্পূরক শুল্ক কমল

ফিল্টারহীন কম দামি বিড়ির সম্পূরক শুল্ক কমিয়ে দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এখন থেকে ফিল্টারহীন বিড়ির ৩০ শতাংশ সম্পূরক শুল্ক দিলেই চলবে। এত দিন এই হার ছিল ৩৫ শতাংশ। এনবিআর এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই হার নির্ধারণ করেছে। তবে ফিল্টারযুক্ত বিড়িতে সম্পূরক শুল্কহার আগের মতোই ৪০ শতাংশ রাখা হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, শ্রমঘন বিড়িশিল্পকে রক্ষা করতেই এই শিল্পের মালিক-শ্রমিকদের দাবি অনুযায়ী সম্পূরক শুল্ক কমানো হয়েছে। ফিল্টারহীন ৮ শলাকার প্যাকেটের দাম ৪ টাকা ৪৮ পয়সা, ১২ শলাকার প্যাকেট ৬ টাকা ৭২ পয়সা এবং ২৫ শলাকার প্যাকেটের দাম ১৪ টাকা। এই মূল্যের ওপরেই শুল্ক-কর আদায় করা হয়।