বিজয় দিবসে টোরিনো টায়ারের বিজয় র্যালি

বিজয় দিবসে দেশ গঠনের প্রত্যয়ে বিজয় র‍্যালির আয়োজন করেছে টোরিনো টায়ার। ছবি: সংগৃহীত
বিজয় দিবসে দেশ গঠনের প্রত্যয়ে বিজয় র‍্যালির আয়োজন করেছে টোরিনো টায়ার। ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে দেশ গঠনের প্রত্যয়ে দেশের ট্রাফিক আইনকে সম্মাননা জানিয়ে বিজয় র‍্যালির আয়োজন করা হয়েছে। ‘টোরিনো টায়ার বিজয় র‍্যালি’ নামের এ আয়োজন করে কেবি রাইডারস বাংলাদেশ। এর সার্বিক সহযোগিতায় ছিল টোরিনো টায়ার।

১৬ ডিসেম্বর এ র‌্যালির আয়োজন করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যালি শুরু হয় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বেলা দেড়টায়। রাজধানীর জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী উড়ালসড়ক, বনানী দিয়ে পূর্বাচল তিন শ ফিটে গিয়ে র‌্যালি শেষ হয় বেলা তিনটায়।

র‍্যালির মূল প্রতিপাদ্য, ‘ট্রাফিক আইন মেনে চলি দেশ গঠনে সহায়তা করি’। র‍্যালিতে কেবি রাইডারসের বাইকারসহ হাজারো বাইকার তাঁদের বাইক নিয়ে উপস্থিত ছিলেন। র‍্যালিতে সব বাইকার ট্রাফিক আইন মেনে চলার শপথ পাঠ করেন, নিজে আইন মেনে বাইক চালাবেন এবং অন্যকে আইন মানার জন্য উৎসাহিত করবেন।

এ সময় উপস্থিত ছিলেন টোরিনো টায়ারের ব্যবস্থাপনা সম্পাদক (এমডি) মোয়াজ্জেম হুসাইন এবং উপব্যবস্থাপনা সম্পাদক শাহরোজ হুসাইন।