কর সম্মাননা পেল গ্রীন প্ল্যানেট রিসোর্ট লিমিটেড

সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট-এর প্রতিনিধি। ছবি: সংগৃহীত
সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট-এর প্রতিনিধি। ছবি: সংগৃহীত

সম্প্রতি জাতীয় ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ’ উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিলেটে ‘ভ্যাট সংলাপ ও ব্যবসায়ী সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে হবিগঞ্জে অবস্থিত দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট-এর মালিকানা প্রতিষ্ঠান গ্রীন প্ল্যানেট রিসোর্ট লিমিটেড ২০১৭-১৮ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা লাভ করে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থ ও হিসাব বিভাগের উপ-ব্যবস্থাপক মিস্টার সাথি সম্মাননাপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন।

দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট ২০১৪ সালে দেশের সর্ববৃহৎ ও পাঁচ তারকা মানের রিসোর্ট হিসেবে যাত্রা শুরু করে।

প্রকৃতির সবুজ চাদরে ঘেরা আন্তর্জাতিক মানসম্পন্ন এই রিসোর্টটিতে ভ্রমণপিপাসু অতিথিদের জন্য থাকা, খাওয়া ও বিনোদনের সুব্যবস্থা রয়েছে।