জাতীয় সবজি মেলায় বেসরকারি পর্যায়ে পুরস্কার পেল এসিআই সিডের স্টল

জাতীয় সবজি মেলায় সবজি উৎপাদনে সম্পূরক কলাকৌশল প্রদর্শন করায় বেসরকারি পর্যায়ে প্রথম হয়েছে এসিআই সিড। ছবি: সংগৃহীত
জাতীয় সবজি মেলায় সবজি উৎপাদনে সম্পূরক কলাকৌশল প্রদর্শন করায় বেসরকারি পর্যায়ে প্রথম হয়েছে এসিআই সিড। ছবি: সংগৃহীত

জাতীয় সবজি মেলায় সবজি উৎপাদনে সম্পূরক কলাকৌশল প্রদর্শন করায় বেসরকারি পর্যায়ে প্রথম হয়েছে এসিআই সিড। মেলার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এসিআই সিডের পক্ষে এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসের কাছে পুরস্কার তুলে দেন।

৩ থেকে ৫ জানুয়ারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ জাতীয় সবজি মেলার আয়োজন করেছিল। মেলায় ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

৫ জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিসচিব মো. নাসিরুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ। বিজ্ঞপ্তি