সূচকের উত্থানে চলছে লেনদেন

আগের দুই দিনের বড় পতনের ধাক্কা কাটিয়ে আজ বুধবার উত্থানে ফিরেছে দেশের দুই শেয়ারবাজার। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস, সকাল থেকে সূচক বাড়তে দেখা যায়। লেনদেনের দুই ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৭ পয়েন্ট।

তবে লেনদেনের গতি খুব কম। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১১৪ কোটি ৫০ লাখ টাকা।

ডিএসইতে এখন পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮৩টির, কমেছে ২৯টির, অপরিবর্তিত আছে ৩৬টির দর।

অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই প্রথম দুই ঘণ্টায় বেড়েছে ১৬৬ পয়েন্ট।

গত দুই দিনে ১৭৫ পয়েন্ট হারায় ডিএসইএক্স সূচকটি। এ ছাড়া গত আট দিনে ডিএসইএক্স সূচকটি ৪২৩ পয়েন্ট কমেছে।

গতকাল ডিএসইএক্স সূচকটি ৮৭ পয়েন্ট বা ২ দশমিক ১১ শতাংশ কমে নেমে এসেছে ৪ হাজার ৩৬ পয়েন্টে। এর ফলে ভিত্তি পয়েন্টের নিচে নেমে যায় সূচকটি। ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটির যাত্রা শুরু হয়েছিল ৪ হাজার ৫৬ পয়েন্টে। অন্যদিকে গতকাল সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই কমে ২৭৫ পয়েন্ট।