বিজিবি সদস্যদের পাশে মেরিল পেট্রোলিয়াম জেলির মিশন সুরক্ষা

বিজিবি সদস্যদের পাশে দাঁড়াতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল পেট্রোলিয়াম জেলির নতুন উদ্যোগ হচ্ছে ‘মিশন সুরক্ষা’। এ উপলক্ষ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মোহাম্মাদ সাঈদ প্রতীকী স্মারক তুলে দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের হাতে। ছবি: বিজ্ঞপ্তি
বিজিবি সদস্যদের পাশে দাঁড়াতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল পেট্রোলিয়াম জেলির নতুন উদ্যোগ হচ্ছে ‘মিশন সুরক্ষা’। এ উপলক্ষ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মোহাম্মাদ সাঈদ প্রতীকী স্মারক তুলে দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের হাতে। ছবি: বিজ্ঞপ্তি

প্রচণ্ড শীতে প্রতিমুহূর্তে বাংলাদেশের সীমানাকে সুরক্ষিত রাখেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সেই বিজিবি সদস্যদের পাশে দাঁড়াতে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল পেট্রোলিয়াম জেলির উদ্যোগ হচ্ছে ‘মিশন সুরক্ষা’। এ শীতে ত্বকের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ভিটামিন সি সমৃদ্ধ মেরিল পেট্রোলিয়াম জেলি। 

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শীতে প্রিয় মানুষদের মমতা ছেড়ে, ঘরের উষ্ণতা ছেড়ে যাঁরা দেশের সুরক্ষায়, আমাদের সুরক্ষায় নিজেদের দিনরাত নিয়োজিত করে যাচ্ছেন, সেসব সাহসী বিজিবি সদস্যকে মেরিল আন্তরিকভাবে শ্রদ্ধা জানায়। বিজিবি সদস্যরা দেশের সুরক্ষায় প্রতিনিয়ত বীরত্বের সঙ্গে কৃতিত্বের সঙ্গে অবদান রেখে যাচ্ছেন। দেশবাসীকে এই সুরক্ষা দিতে তাঁরা শীত-গরম উপেক্ষা করে দিনরাত–নির্বিশেষে ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। দেশের সুরক্ষা দিতে নিজেদের সুরক্ষার কথাও তেমনটা কখনো ভেবে দেখার সুযোগ হয় না। এবার আমরা চেয়েছি তাঁদের সুরক্ষার পাশে এসে দাঁড়াতে। এই শীতে বিজিবি সদস্যদের ত্বকের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে তাঁদের প্রত্যকের হাতে পৌঁছে দেওয়া হয়েছে ভিটামিন সি সমৃদ্ধ মেরিল পেট্রোলিয়াম জেলি।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মোহাম্মাদ সাঈদ প্রতীকী স্মারক তুলে দেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের হাতে। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডে ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‘মেরিল পেট্রোলিয়াম জেলির মিশন সুরক্ষা’ উদ্যোগের উদ্দেশ্য, দেশের সবাই থাকুক সুরক্ষিত।