নারী উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব দিচ্ছি

সৈয়দ মিজানুর রহমান।
সৈয়দ মিজানুর রহমান।

২০১৮ সালে এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এরপর এবি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা সম্প্রসারণ করেছে। সামনে এজেন্ট ব্যাংকিং সেবার পরিধি আরও বাড়বে। ২০২১ সালের মধ্যে দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলাকে এজেন্ট ব্যাংকিং সেবার আওতাভুক্ত করতে চায় এবি ব্যাংক।

বর্তমানে এবি ব্যাংক ৫৯টি এজেন্টের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। ২০১৯ সালের ডিসেম্বর শেষে মোট হিসাব খোলা হয়েছে ১৪ হাজার ২৮৯টি। আমানতের পরিমাণ ৫০ কোটি টাকা। রেমিট্যান্স বিতরণ হয়েছে ১৩ কোটি টাকা। এবি ব্যাংক নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী উদ্যোক্তাকে এজেন্ট আউটলেট পরিচালনার অনুমতি দিয়েছে।

লেখক: এসইভিপি, এজেন্ট ব্যাংকিং বিভাগ, এবি ব্যাংক