আগামীর ব্যাংকিং-ই হবে এজেন্ট ব্যাংকিং

আবেদ আহাম্মদ খান।
আবেদ আহাম্মদ খান।

‘আগামী দিনের ব্যাংকিং-ই হবে এজেন্ট ব্যাংকিং’ এই ধারণাকে সামনে রেখে ২০১৫ সালে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম এ সেবা চালু করি। ২০১৯–এ আউটলেট ২৬৫টি। এজেন্ট ব্যাংকিংয়ে আমাদের গ্রাহক ২ লাখ ২৪ হাজার ৬৮৭ জন। এসব গ্রাহক মিলে প্রায় দেড় হাজার কোটি টাকার আমানত রেখেছেন।

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানত সংগ্রহের দিক থেকে আল-আরাফাহ্‌ ব্যাংকের অবস্থান শীর্ষপর্যায়ে। যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ১ হাজার ৮০৬ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। লেনদেন ছাড়িয়েছে ২০ হাজার কোটি টাকা।

লেখক: এসইভিপি, এজেন্ট ব্যাংকিং বিভাগ, এআইবিএল