১৭টি পণ্য আমদানিতে অগ্রাধিকার দিতে হবে

নিত্য প্রয়োজনীয় ১৭টি পণ্য আমদানির প্রয়োজনীয় কার্যক্রমে অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্য মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পণ্যগুলো হলো সয়াবিন তেল, পাম তেল, চিনি, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, ছোলা, শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, তেজপাতা ও ভোজ্য লবণ।

২০১২ সালের ১৯ জুলাই এক প্রজ্ঞাপনে এসব পণ্যকে নিত্য প্রয়োজনীয় পণ্য বা এসেনশিয়াল কমোডিটি হিসেবে ঘোষণা করা হয়।

গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট পণ্যগুলো আমদানির ক্ষেত্রে কার্যক্রম নির্বিঘ্নে ও দ্রুত শেষ করতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী বা অনুমোদিত (অথরাইজড) ডিলার শাখাকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয় প্রজ্ঞাপনে।

এর আগে ৮ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি পাঠায়। চিঠিতে পণ্যগুলো আমদানিতে যাবতীয় কার্যক্রম দ্রুত শেষ করতে নির্দেশনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়।