চট্টগ্রামে বেস্ট ওয়েস্টার্ন হোটেলের যাত্রা শুরু

লোগো উন্মোচন করে আজ চট্টগ্রামের আগ্রাবাদে আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন’–এর উদ্বোধন করা হয়। ছবি: প্রথম আলো
লোগো উন্মোচন করে আজ চট্টগ্রামের আগ্রাবাদে আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন’–এর উদ্বোধন করা হয়। ছবি: প্রথম আলো

চট্টগ্রামের আগ্রাবাদে সেনাকল্যাণ সংস্থার ২০তলা ভবনে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন’। আজ সোমবার দুপুরে লোগো উন্মোচন করে চার তারকা মানের হোটেলটির কার্যক্রম চালু করা হয়।

চট্টগ্রামে আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেল ছিল একটি। এটি হলো পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ। এ হিসাবে বেস্ট ওয়েস্টার্ন এখন আন্তর্জাতিক ব্র্যান্ডের দ্বিতীয় হোটেল। বেস্ট ওয়েস্টার্নের ৮৮টি কক্ষ রয়েছে। ভবন ও জমি ছাড়া এই হোটেলে বিনিয়োগ হয়েছে ৫৫ কোটি টাকা।

আজ লোগো উন্মোচন অনুষ্ঠানে বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, বিনিয়োগের নগরী চট্টগ্রাম। নতুন নতুন বিদেশি বিনিয়োগ আসছে এখানে। সে জন্য দরকার উন্নত মানের হোটেল সেবা। বেস্ট ওয়েস্টার্ন সেই চাহিদা পূরণ করবে।

চট্টগ্রামের আগ্রাবাদে সেনাকল্যাণ সংস্থার ২০তলা ভবনে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন’। ছবি: প্রথম আলো
চট্টগ্রামের আগ্রাবাদে সেনাকল্যাণ সংস্থার ২০তলা ভবনে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন’। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রশীদ বলেন, বেস্ট ওয়েস্টার্ন হোটেলে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এটিই এখন চট্টগ্রামের একমাত্র হোটেল, যেখানে হোটেলের কক্ষে বসেই গ্রাহকেরা পাহাড়, হ্রদ, নদী ও সাগর—চট্টগ্রামের এই চারটি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।

বেস্ট ওয়েস্টার্নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম নাজমুল হোসেইন বলেন, হোটেলে ১১টি স্যুইট, ৩৫টি কাপল বেড, ৪২টি টুইন বেড রয়েছে। এ ছাড়া ৪০০ আসনের ব্যাংকুইট হল, ৩০, ৪০ ও ৬০ আসনের সম্মেলন কক্ষ, রেস্তোরাঁসহ আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা রয়েছে।