শেয়ারবাজারে লেনদেনে উত্থান

শেয়ারবাজার
শেয়ারবাজার

শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন হচ্ছে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস প্রথম এক ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট, অবস্থান করছে ৪ হাজার ৫০৫ পয়েন্টে। গতকাল মঙ্গলবারের চেয়ে লেনদেনের গতিও বেশি।

আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ২৩০ কোটি ৭০ লাখ টাকা। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ১৬৬ কোটি ৭১ লাখ টাকা।

টানা পাঁচ দিনে ১২১ পয়েন্ট দরপতনের পর গতকাল সূচক বাড়ে ডিএসইতে। বাংলাদেশ ব্যাংকের নতুন ঘোষণায় বড় উত্থান হয়। শেয়ারবাজার স্বাভাবিক করতে প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকা তহবিল গঠনের সুযোগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচকটি বাড়ে ৮৫ পয়েন্ট। আজও এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত আছে।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগেরই দর বেড়েছে। ২৫৪টির দর বেড়েছে, কমেছে মাত্র ৫২টির এবং অপরিবর্তিত আছে ৩৫টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৭ পয়েন্ট।