বিএইচবিএফসির নতুন মহাব্যবস্থাপক হলেন নাজমুল হোসেন ও প্রলয় ভট্টাচার্য্য

নাজমুল হোসেন এবং প্রলয় কুমার ভট্টাচার্য্য বিএইচবিএফসি মহাব্যবস্থাপক হয়েছেন। ছবি: সংগৃহীত
নাজমুল হোসেন এবং প্রলয় কুমার ভট্টাচার্য্য বিএইচবিএফসি মহাব্যবস্থাপক হয়েছেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) উপমহাব্যবস্থাপক নাজমুল হোসেন এবং প্রলয় কুমার ভট্টাচার্য্য পদোন্নতি পেয়ে একই প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে এসব কথা বলা হয়েছে।

নেত্রকোনার পূর্বধলার ছেলে নাজমুল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে সিনিয়র অফিসার হিসেবে বিএইচবিএফসিতে যোগ দেন। যোগদানের পর তিনি মাঠপর্যায়ে ও প্রধান কার্যালয়ে বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

মেহেরপুরের ছেলে প্রলয় কুমার ভট্টাচার্য্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে আইন কর্মকর্তা হিসেবে করপোরেশনে যোগ দেন। যোগদানের পর তিনি মাঠপর্যায়ে ও প্রধান কার্যালয়ে বিভাগীয়, জোনাল ও রিজিওনাল প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।