ভালোবাসা দিবস উপলক্ষে ফ্রেশ টিস্যুর বিশেষ ক্যাম্পেইন

ভালোবাসা দিবসে পুরো দেশই মেতে উঠেছিল উৎসবে। সবাই তাদের ভালোবাসার মানুষগুলোর সঙ্গে কাটিয়েছে বিশেষ মুহূর্ত। তাদের পাশাপাশি পিছিয়ে নেই বিভিন্ন করপোরেট ব্র্যান্ডগুলোও। তারাও ভালোবাসা দিবসে নিয়ে এসেছিল বিভিন্ন ক্যাম্পেইন।

ভালোবাসা দিবস উপলক্ষে ফ্রেশ টিস্যু নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন। ‘ভালো রাখা ছাড়া কি ভালোবাসা যায়?’ এই স্লোগানে ক্যাম্পেইনে তুলে ধরা হয়েছে ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখার প্রয়োজনীয়তার কথা।

এই ক্যাম্পেইন প্রচারের উদ্দেশ্যে ফ্রেশ টিস্যুর ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয়েছে একটি বিজ্ঞাপনচিত্র। বিজ্ঞাপনটি শেষে মনে করিয়ে দেয় যে, বাংলাদেশে প্রতিদিন প্রায় ১৯ জন নারী মৃত্যুবরণ করছেন শুধুমাত্র স্তন ক্যানসারের কারণে। ফ্রেশ টিস্যু এই ‘ভালোবাসা ভালো রাখা’ ক্যাম্পেইনের আওতায় সারা দেশের ৮টি বিভাগীয় সদরে ৫০০ জন নারীকে স্তন ক্যানসারের বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দিচ্ছে।

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। বিনা মূল্যে পরীক্ষার জন্য নিবন্ধন করতে হবে ফ্রেশ টিস্যুর ফেসবুক পেজের মাধ্যমে।