করোনাভাইরাসে কত ক্ষতি

করোনাভাইরাস, নতুন নাম কোভিড-১৯। প্রাণঘাতী এই ভাইরাস কেবল মৃত্যুর সংখ্যাই বাড়াচ্ছে তা নয়, ক্ষতি ডেকে এনেছে অর্থনীতিতেও। সবচেয়ে বড় ক্ষতি চীনের, তবে এর প্রভাব পড়ছে অন্য অনেক দেশের ওপরেও। অর্থনীতির ক্ষতি শেষ পর্যন্ত কতটা হবে তা নির্ভর করছে করোনাভাইরাস কত দূর পর্যন্ত ছড়াবে তার ওপর।

সন্দেহ নেই করোনাভাইরাস চীনের অর্থনীতিকে অনেকটাই পিছিয়ে দেবে। মুডির প্রাক্কলন হচ্ছে এই ভাইরাস সবচেয়ে বেশি ক্ষতি করবে হংকং-এর। এরপরেই থাকছে চীনের নাম। কমবেশি সমস্যায় পড়বে অন্যান্য দেশগুলোও। যেমন, হংকং এর প্রকৃত জিডিপি কমবে ২ দশমিক ৬৩ শতাংশ। পরের অবস্থানেই চীন, দেশটির প্রকৃত জিডিপি কমবে ১ দশমিক ০৫ শতাংশ। অন্য দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের জিডিপি কমবে দশমিক ৪৭ শতাংশ, মালয়েশিয়ার দশমিক ১৫ শতাংশ, ফিলিপাইনের দশমিক ১০ শতাংশ, দক্ষিণ কোরিয়ারও দশমিক ১০ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রের দশমিক ০৭ শতাংশ এবং জাপানের প্রকৃত জিডিপি কমবে দশমিক ০৭ শতাংশ।