দুবাইয়ে প্রাণের আমদানিকারক সম্মেলন অনুষ্ঠিত

প্রাণের বিভিন্ন দেশের আমদানিকারকদের নিয়ে সম্প্রতি দুবাইয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি
প্রাণের বিভিন্ন দেশের আমদানিকারকদের নিয়ে সম্প্রতি দুবাইয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

বিশ্বের বিভিন্ন দেশে প্রাণ পণ্য পরিবেশনের সঙ্গে সম্পৃক্ত আমদানিকারকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৮০টিরও বেশি দেশের আমদানিকারকেরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, প্রাণ সব সময় উন্নত মানের কাঁচামাল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করে। এ কারণে প্রাণ পণ্য শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক জনপ্রিয়।

আহসান খান চৌধুরী প্রাণ পণ্য সারা বিশ্বে জনপ্রিয় করার পেছনে আমদানিকারকদের ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, সারা বিশ্বে প্রাণ পণ্যের বিস্তৃতি ঘটাতে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সম্মেলনে প্রাণ এক্সপোর্টস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে বিশ্বের ১৪৪টি দেশে প্রাণের পণ্য পাওয়া যাচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরে প্রায় ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে প্রাণ। বিজ্ঞপ্তি